সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে বাংলাদেশের ৩য় স্থান,,,
আলহামদুলিল্লাহ.! ছুম্মা আলহামদুলিল্লাহ…!
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের এক ফুটন্ত গোলাপ হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীম ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, এদেশের মানুষের হৃদয়ে আশার সঞ্চার করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ যে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সে কথার প্রমান দিয়েছে।নেপালে নারী খেলোয়াড়দের বিজয়ে নারী লি-প্সু না-স্তিক মহল যখন এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম পন্থিদের এক হাত নেয়ার চেষ্টা করছিলো ঠিক সে সময় বাংলাদেশী বিজয়ী হাফেজের এই কৃতিত্ব এদেশের আলেম উলামা ও ইসলাম পন্থিদের মুখে উজ্জ্বল হাসি ফুটিয়েছে।দুঃখ ও পরিতাপের বিষয়, নারী খেলোয়াড়দের সংবর্ধনার জন্য মিডিয়া কর্মী, তথাকথিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের এয়ারপোর্টে ছুটাছুটি চোখে পরার মতই কিন্তু আন্তর্জাতিক হাফেজে কুরআন দেশে ফিরে আসে তাদের জন্য কোন রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনার ব্যবস্থা থাকে না। জাতি হিসেবে এটা আমাদের চরম ব্যর্থতা ছাড়া আর কি হতে পারে?অতএব, দুঃখ কষ্ট লাগলেও বিষয়টি স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু নিরাশ হবার কিছু নেই এদেশে মহা সত্য দ্বীন ইসলামের পতাকাধারী দ্বীনের লক্ষ কোটি সৈনিক দেশ ও জাতি রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে ছিল আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ । সর্বপরি ছোট্ট একটা কথা বাংলাদেশ কোন কিছুতেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ঠিকই প্রতিবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়,, এটিই আমাদের জন্য সৌভাগ্য এবং গর্বের বিষয় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট