যশোর সদর আম বটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বানিজ্যো এবং নারী ধর্ষণের গুরুত অভিযোগে সংবাদ সম্মেলন। যশোর সদর আম বটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলীর বিরুদ্ধে, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যো এবং নারী ধর্ষণের গুরুতর অভিযোগে সংবাদ সম্মেলন। বুধবার ২১/৯২২ বেলা ১২ টার সময় যশোর প্রেশক্লাবে, যশোর সদর আম বটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলীর বিরুদ্ধে, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যো এবং নারী ধর্ষণের গুরুতর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোছাঃ তানিয়া খাতুন স্বামী মোঃ শরিফুল ইসলান, গ্রাম+ডাকঘর- সাজিয়ালী, যশোর সদর, যশোর। তিনি অভিযোগ করেন যে, আম বটতলা মাধ্যমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলী গত ০৫ (পাঁচ) বছর আগে আমাকে বাড়ী থেকে ডেকে এনে অত্র বিদ্যালয়ে আমাকে আয়া পদে চাকুরী দেবে এই মর্মে আমাকে কাজে যোগদান করান। গত ০৫ (পাঁচ) বছর যাবৎ আমি অত্র প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত আছি। বিদ্যালয়ে নিয়মিত কমিটি গঠন হলেই আমার চাকুরী স্থায়ীকরণ করবেন এই আশ্বাস দিয়ে গত ০৫ (পাঁচ) বছর কেটে যায়। অতঃপর চলতি বছরে নিয়মিত কমিটি গঠন হবার পর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো অনুযায়ী আয়া পদ সহ আরো ০৩ (তিন) টি কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, নির্ধারিত সময়ের মধ্যে আমি সহ অপর ০২ (দুই) জন উক্ত পদে আবেদন করি। তখন প্রধান শিক্ষক আমাকে চাকুরী দেবে মর্মে ০৫ (পাঁচ) লক্ষ টাকা দাবি করে। আমি তখন উনার হাতে পায়ে ধরে, ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকায় রাজি করায় এবং ধার দেনা করে লাভে সুদে টাকা নিয়ে নগদে ২,০০,০০০/- (দুই লক্ষ) প্রদান করি এবং চাকুরী হবার পর বাকী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করবো মর্মে ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে সহি করিয়ে নেন। কিন্তু গত ১৪/০৯/২০২২ ইং তারিখের নিয়োগ বোর্ডে হাজির হবার পর দেখতে পাই নির্ধারিত সময়ে আবেদনকারী আমাদের ০৩ (তিন) জনের কাউকে মনোনিত না করে বেশী টাকার বিনিময়ে অন্য একজনকে মনোনীত করেছে। যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও করেনি। আরো উল্লেখ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্ত্রী দীর্ঘ দিন যাবত গুরুতর অসুস্থ থাকার কারণে দীর্ঘ ০৫ (পাঁচ) বছর ধরে তার বাড়ির রান্না সহ কাপড় ধোয়া, জুতা মুছা এমনকি আমাকে তার স্ত্রীর মত ব্যবহার করেছে। পাঁচ বছর আমাকে ধর্ষণ করে। এখন আমি পুুুুলিশ প্রশাসনের কাছে ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার চাকুরী ফিরে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।
তিনি সংবাদ সম্মেলন করতে এসে সেখানেই কান্নাই ভেঙে পড়েন। আমরা চায় সমাজের আসল দুর্নীতিবাজরা বেরিয়ে আসবে সঠিক তদন্ত হলে।
2/আমি মোঃ আনার আলী পিতা মৃত সাখাওয়াত আলী সাজিয়ালী, যশোর সদর, যশোর আমি ও তানিয়ার ন্যায় একই আশ্বাস দিয়ে অফিস সহায়ক পদে ০৫ (পাঁচ) বছর কর্মরত আছি। আমার কাছে প্রধান শিক্ষক ০৫ (পাঁচ লক্ষ) টাকা দাবি করলে ধার দেনা করে ০৪ (চার লক্ষ) টাকা পরিশোধ করি কিন্তু প্রধান শিক্ষক অপর প্রার্থীর কাছে, বেশী টাকা পেয়ে নিয়োগ বোর্ডের আগের রাতে আমাকে বোর্ডে হাজির হতে নিষেধ করে দেন। আমিও তানিয়ার ন্যা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করছি।এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোহসীন আলীর কাছে দৈনিক স্বাধীন মতের প্রতিবেদক তার কাছে জানতে চাইলে, তিনি বলেন যে, তারা যে অভিযোগ দিয়েছে তাই লেখেন আপনারা যা করার তাই করেন। বলেই তিনি ফোন কেটে দেন , তাহলে তিনি উপরের মহলের কারোর জোরে এগুলো করছেন, তার পিছনে কোন গডফাদার আছে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে থলের বিড়াল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট