এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
(সুত্রঃ “কানিজ ফাতিমা অনন্যা” সুনন্দিনী-কে
হৃদয়ের গহীনে পুঞ্জীভূত সবটুকু উচ্ছ্বাসে উৎসর্গীত)
কত কিছু ভাবি আমি রোজ দিবানিশি-
আপনাকে ঘিরে পৃথিবীর মানচিত্র জুড়ে,
ভাবনার বেড়াজাল ছিড়ে সদা অহর্নিশি-
ভাবতে ভাবতে শেষে আসি তোমাতে ফিরে !
সুখের কথা ভাবি আবার প্রেমের কথা-
তোমার মাঝে খুঁজে পাই কেবলই যথার্থতা…
ভাবি! কবে তুমি আমার হবে বাহুডোরে-
পাবো কবে তোমায় বুকে ওগো অনন্যা,
তোমাকে পেতে চাই;ভালোবেসে জয় করে-
তুমি কি তা বোঝোনা ওগো নন্দিনী সুকন্যা !
চাই তোমায় পেতে একান্তে প্রেমে নিবিড়-
যদিও হয়ে যাই নিঃস্ব প্রেমে নির্বাক স্থবির…
তুমি বোঝো আমার কথা কি চাই আমি-
কিন্তু তা বুঝতে দাওনা তুমি কাউকেই তা,
আমার স্বপ্ন সাধ আহ্লাদ শুধু যে তুমি-
তুমি আমার আকাংখা আরাধনায় মিতা।
তুমি ভাবো বা না ভাবো একান্তে আমায়-
আমি নির্মল প্রেমে ধরে রাখবো তোমার…
ভালোবাসা ভালোবাসে শুধু প্রিয় ভালোবাসাকে-
যায় মুখশ্রীতে আঁকা পৃথিবীর সুখ রাশি,
আমিও ভালোবাসি প্রিয়তমা তুমি অনন্যাকে-
শত বাধা বিপত্তির মাঝে ভাবি এবং ভালোবাসি!
আমার পৃথিবীতে তুমি সুখ স্বপ্ন প্রত্যাশা সবি-
অন্য কিছু না ভেবে এখন তোমায় নিয়ে ভাবি…..
(রচনাকাল:১১ ই এপ্রিল ২০২০ঈশায়ী,
দুপুর:২:৩৯_২:৫৪,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, কুয়াবাসী,চাটমোহর, পাবনা-৬৬১০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট