গাউছুল আজম হযরত আক্তার উদ্দিন শাহ্ কলন্দর র: যিনি আচরণ বিধির জীবন্ত কোরআন
শরীফ।কোরআন ৩০ পারা যা তৌহিদ জ্ঞানের সারসংক্ষেপ, আর সুফি আদম হল বিস্তারিত অসীম । যেমন “জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় আর সমুদ্র হয় কালী তার সাথে কালিতে পরিণত হয় আরও সাত সমুদ্র তবুও আল্লাহর বাণী শেষ হবে না ”
সুরা লোকমান ২৭
নিচে আক্তার শাহ্ র কিছু দুর্লভ বাণী তোলে ধরা হল:
১ জ্ঞানহীন মানুষের কোন ফকিরি নেই।
২ প্রেমহীন হৃদয়ে ইলমে লদুনির গায়েব জ্ঞানের) ঠাঁই নেই. সোনা কাজী মিয়ার ঘটনা থেকে
৩ভুলের দেশে আমি প্রস্রাব করি।
৪আঘাতের বদলে উপকার করার নাম প্রেম। আক্তার শাহ্’ র পথে মোতালিব মৌলানার কাঁটা দেওয়ার ঘটনা বৈচিত্র
৫ আশেকের জেলখানায় ধৈর্য্য ধারণ করে নিষ্কলংক হও তাহলে কবরে আযাব নেই। আব্দুর রহমান বিদায়ের ঘটনা বৈচিত্র)
৬ পরের সম্পদ হরণকারীর কবরের আযাব তীব্র সিরাজ মিয়ার কবর থেকে নির্গত ধুঁয়া বন্ধ করার ঘটনা বৈচিত্র
৭ আবদুল কাদের জিলানীর কাছে যেই এলেম আমার কাছেও একই সম এলেম।
৮ ২২ হাজার জ্বীন আমার গোলামি করে।
৯) আমার দরবারটি সাধকদের ইউনিভার্সিটি।
১০ আমার অনুমতি ছাড়া আজরাঈল আমার দরবারে প্রবেশ নিষেধ। (অলেক উদ্দিন বিদায়ের ঘটনা বৈচিত্র
১১ আমার একটি ফরিয়াদে আসমান থেকে ফেরেস্তাগন আমার দরবারে খাবার নিয়ে আসবে।
১২ এক ঝাঁক শুকর আমাকে দেখে হু-হু করে কেঁদে উঠলো, কিন্তু কর্মফলে এখন আর কেঁদে কি লাভ।
১৩ আমার দরবারের তবারুক বাঘের অনডো কোষ। (লালসার দৃষ্টিতে
১৪) হে ফকির দরবেশগন তোমরা আল্লাহর হাকিকত না জেনে কাউকে পরিত্রানের আশা দিওনা। ডাক্তার ফেরত এক রোগীকে এক সাধকের চুক্তিতে আরোগ্য করার ভুলের ঘটনা বৈচিত্র
১৫) জানলে বৈরাগী হতো কোন শালায়।
১৬) দেখেছি কত যে খোয়াজ, নিজ ক্ষমতা নাহি আছে করি বারি কাজ ।
১৭ সবই দেখি দেশের দেশী, আপন দেশের দেশী কেউ নেই।
১৮ আমি এর আগের কালে পয়গাম্বর ছিলাম ।
১৯ আমি যদি আউলিয়া বানাইয়া ফেলি কার কি কইবার আছে ।
২০) পঞ্চম জজ সরারচর দোকানে বসা । নিজকে কেন্দ্র করে বলা
২১) ঘুমন্ত অবস্থায় আমাকে কাঁটাখালের পাড় থেকে তিনটি দৈব ডাক দিল “আক্তার উদ্দিন উঠো”সেইজে উঠলাম আর কোনদিন ঘুমায় নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট