মোঃ সফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় নোটারী পাবলিকের মাধ্যমে ১১ বছরের শিশুর কন্যার বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।
জানা যায়, রবিবার সকালে এ্যাডভোকেট মোহতাছিম বিল্লাহর বাড়িতে রেজোয়ান ঢালী(২২) এর সাথে ১১ বছরের শিশু কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে ইউএনও মমতাজ বেগমের উপজেলা আনছার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও এস আই হায়ফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আইনজীবির বাড়ীতে অভিযান চালায়। এসময় বর কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতালিয়া গ্রামের কেরামত আলী ঢালীর ছেলে রেজোয়ান ঢালী (২২), কনে পাইকগাছার ফকিরাবাদ গ্রামের নহর আলী গাজীর মেয়ে,ছেলের মামা হযরত শেখ, ছেলের ভগ্নিপতি ইয়াছিন গাজী, মেয়ের নানা গড়ইখালীর খোকন গাইন এবং মেয়ের ২ নানীকে আটক করেন। রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা পাইকগাছা থানা হেফাজতে ছিল।
পাইকগাছাতে অবৈধ নোটারী পাবলিকের মাধ্যমে মাত্র ১১ বছরের এক কন্যা শিশুর বিবাহ বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।
প্রেরক-
মোঃ সফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
মোবাইল:০১৭১২-৩৩৩১৯৫
তারিখ:২৫-০৯-২২ইং।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট