মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফুটওভার ব্রিজে চলমান একটি নতুন ধরণের ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত রেলযাত্রী ও পথচারীরা, ভিক্ষাবৃত্তির নামে একদল অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশন থেকে নামা যাত্রীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করে সড়ক পার হওয়ার সময় এই শিশুরা হঠাৎ করে এগিয়ে এসে যাত্রীদের ব্যাগ ধরে টানা বা পা চেপে ধরে ভিক্ষা চায়, টাকা না পেলে গালিগালাজ, ধাক্কাধাক্কি এমনকি অনেক সময় যাত্রীদের জামাকাপড় টেনে ধরার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে যাত্রী রবিউল ইসলাম বলেন, আমি একা ছিলাম হাতে ভারী ব্যাগ, হঠাৎ ২ জন শিশু এসে পা ধরে বসে পড়ে, বলছে টাকা দেন, না দিলে গালিগালাজ শুরু করল, খুব বিব্রতকর পরিস্থিতি ছিল।
অনেকে বলছেন, এটি আর শুধু ভিক্ষাবৃত্তি নয়, এটি একটি সংগঠিত স্ট্রিট স্ক্যামের রূপ নিচ্ছে, এই শিশুদের পেছনে দালালচক্র বা গ্যাং সক্রিয় রয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল আইন-শৃঙ্খলার সমস্যা নয়, বরং একটি সামাজিক ব্যর্থতা, এই শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য কার্যকর নীতিমালা ও বাস্তবায়ন জরুরি।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় আরও পুলিশ তৎপরতা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পথচারীরা।
এই অপ্রাপ্ত বয়স্কদের অপরাধচক্রে জড়িয়ে পড়া দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত, এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট