মোঃ রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগড় এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার চনপাড়া শেখ রাসেল নগর এলাকার গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা, রূপগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আয়েশা খাতুন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জায়েদ আলী, প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান প্রমুখ।
তাং- ২৫-০৯-২০২২
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট