রিশাদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
তুচ্ছ নয় রক্ত দান,বাঁচতে পারে রোগীর প্রাণ – যদি হই রক্তদাতা জয় করবো মানবতা।এই স্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার(১১ই মে),দিনাজপুরের খানসামা উপজেলার,জমির উদ্দিন শাহ্ পাড়ার মোড় – বিকাশ গ্রন্থাগারে ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের তৈরি গ্রুপ – ডিগ্রীয়ান বার্তা ইছামতি কলেজ গ্রুপের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাাম্পিইন টি সম্পন্ন হয়।সার্বিক সহযোগিতায়:জমির উদ্দিন শাহ পাড়ার শিক্ষার্থীদের তৈরি সংগঠন – ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন ( UCSA)।
সকাল নয়টা থেকে রক্তের গ্রুপ নির্ণয় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। মুহাম্মদ আল আমিন আনসারীর সভাপতিত্বে ও ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব: জয়নাল আবেদীন শাহ্( বিশিষ্ট সমাজসেবক)
এ সময় উপস্থিত সকলের মাঝে জনাব:জয়নাল আবেদীন শাহ্ ফ্রী রক্তগ্রুপ ক্যাম্পেইন ও রক্তদান সম্পর্কে বক্তব্য দেন তিনি বলেনঃ গ্রাম বাংলার মানুষ হিসেবে রক্তের গ্রুপ সম্পর্ক আমাদের অনেকের অজানা।আজকে ছেলেগুলো এলাকায় এসে ফ্রী রক্তগ্রুপ পরীক্ষা করাচ্ছে খুবই ভালো উদ্যোগ।ধন্যবাদ জানাই সকলকে। রক্ত দান করা একটা মহৎ কাজ,আহ্বান জানাচ্ছি এলাকার বাসীকে যাদের রক্তের গ্রুপ অজানা তারা এখানে এসে ফ্রী পরীক্ষা করে যাক।
ডিগ্রীয়ান বার্তা ইছামতি কলেজ গ্রুপের কার্যক্রম নিয়ে সকলের সামনে বক্তব্য দেন অত্র গ্রুপের সিনিয়র এডমিন মুহাম্মদ আল-আমিন আনসারী।তিনি বলেনঃ গ্রুপটি থেকে আমরা মানবিক নানান কার্যক্রম করে থাকি যেমন: বৃক্ষরোপণ,শীতবস্ত্র বিতরন,অসহায় শিক্ষার্থীদের ফ্রী বই উপহার, গ্রুপ থেকে রক্ত ম্যানেজ করে দেওয়া ও ফ্রী রক্তগ্রুপ নির্ণয় কার্যক্রম চলমান রাখা হয়েছে।
আমরা কথা বলছিলাম রক্তগ্রুপ পরীক্ষা করতে আশা নাহিদ,তুহিন,ফাহিম, রানা সহ বেশ কয়েকজনের সাথে তারা আমাদেরকে বলেনঃ এলাকায় ফ্রী রক্তগ্রুপ পরীক্ষার আয়োজনটা বেশ ভালোই হইছে।সবাই কর্মজীবী লোক অনেকেই নিজের রক্তের গ্রুপ কি? তাও জানেন না।আমরাও আমাদের রক্তগ্রুপ পরীক্ষা করলাম।আয়োজনটা বেশ ভালোই আয়োজক সকলকেই সাধুবাদ জানাই ।
রক্তগ্রুপ নির্ণয় করতে আশা মানুষের উপস্থিতি নিয়ে জানতে চাইলে রক্তগ্রুপ নির্ণয়কারী স্বেচ্ছাসেবী:সাকিব,সবুজ,জামিউল,সানজিদ,শরীফুল,রায়হান,সাজেদ,সোহাগ,মুগ্ধরা বলেনঃ সকাল থেকেই আমরা সকলেই বেশ ভালোই ব্যাস্ততম সময় পার করেছি।গ্রামের শিশু থেকে বয়স্ক সকলেই এসেছে।সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৪ শত মানুষের রক্ত গ্রুপ নির্ণয় করেছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট