এসএম নুরুল আমিন
ষ্টাফ রিপোর্টার ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থল বন্দর ও শুল্ক স্টেশন ২০১২ সালের ১৭ নভেম্বর উদ্বোধন করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি , বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ শাজাহান খান ।
২৫ সেপ্টেম্বর রবিবার দুপুর ০২ ঘটিকায় কুড়িগ্রাম জেলা সফরের পাশাপাশি তিনি আবারও তার উদ্বোধন করা সোনাহাট স্থলবন্দরে বিকাল০৩ ঘটিকায় পরিদর্শন করেন।
আগত অতিথিদের কে প্রথমে ফুলের শুভেচ্ছায় বরণ করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা জামান, সোনাহাট স্থল শুল্ক স্টেশনের কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) এর সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল ও সেক্রেটারী মোস্তফা জামান।
আমদানি রফতানিকারক সমিতির সভাপতি ও সেক্রেটারি, হ্যান্ডলিংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোঃ রুহুল আমিন ও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় শ্রমিক বৃন্দ।
এ সময় আগত অতিথি বৃন্দের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের সুযোর্গ চেয়ারম্যান জনাব জাফর আলী।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চাষী এম.এ করিম, সহ-সভাপতি আবু মোঃ সাঈদ হাসান (লোবান), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড বীর মুক্তিযুদ্ধা এবিএম সুলতান আহমেদ, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যকরী সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ( ওসি )মোঃ আলমগীর হোসেন ও তদন্ত অফিসার মোঃ আজাহার আলী এবং ভূরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা ও জেলার নেতা কর্মী গন।
এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট