মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, “ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।”
বর্তমানে নুসরাত ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে রয়েছেন। তবে তাকে আজ আদালতে তোলা হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তা।
রাজনৈতিক পটভূমি ও মামলার প্রেক্ষাপট
২০২৫ সালের জুলাই মাসে সংগঠিত গণ-আন্দোলনের পর ঢাকার বিভিন্ন থানায় অসংখ্য হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের হয়, যেখানে বহু সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নুসরাত ফারিয়া সেইসব মামলার একটি—ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার ২০৭ নম্বর আসামি।
এই মামলায় আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, জায়েদ খান, ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি এবং সাইমন সাদিকসহ মোট ১৭ জন।
বাদী এনামুল হকের দায়ের করা অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে অর্থদানের মাধ্যমে অভিযুক্তরা সহিংসতা উসকে দেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন বাদী নিজে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে অনেকেই সাবেক সরকারদলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতায় জড়িত ছিলেন এবং আন্দোলন দমন করতে বিপুল অর্থ জোগান দিয়েছেন। অভিযোগপত্রে দাবি করা হয়, নুসরাত ফারিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এবং দলটির হয়ে আন্দোলন দমন কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
অভিনয়জীবন ও জনপ্রিয়তা
নুসরাত ফারিয়া ২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘হিরো ৪২০’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’, ‘বাদশা: দ্য ডন’ প্রভৃতি ছবিতে অভিনয় করেন তিনি। বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন তিনি।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়, পরিচালনা করেন প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
অভিনয়ের পাশাপাশি গানে হাত রেখেছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে তার গাওয়া প্রথম গান প্রকাশিত হয়। এরপর ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’ সহ একাধিক গান ইউটিউবে মুক্তি পায়, যা বেশ জনপ্রিয়তা পায়।
বিতর্কিত মামলা ও মানবাধিকার প্রশ্ন
সাম্প্রতিক সময়ে দায়েরকৃত এ ধরনের রাজনৈতিক মামলাগুলো নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। অনেক মানবাধিকার কর্মী এবং সরকারি কর্মকর্তারাও একে “ঢালাও মামলা” হিসেবে আখ্যা দিয়েছেন। সরকারের জন্য এসব মামলা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে বলেও একাধিক সূত্রে উঠে এসেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট