মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে এই আলোচনা হবে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হবে।
ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি সদস্য দেশের নেতাদের সঙ্গেও যোগাযোগ করবেন।
রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি ইস্তাম্বুলে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছিল। যদিও সেই আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, তবু বন্দী বিনিময় নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পুতিন যদি ইস্তাম্বুল আলোচনায় অংশ নিতেন, তাহলে তিনিও সেখানে উপস্থিত হতেন। তবে রুশ প্রেসিডেন্ট তাতে সম্মত হননি।
যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আগেও আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘যখন পুতিন সরাসরি আলোচনায় বসবেন, তখনই শান্তির পথে অগ্রগতি হবে।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন, সোমবারের ফোনালাপের প্রস্তুতি চলছে। তিনি তাস নিউজকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।’
ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করছি একটি গঠনমূলক আলোচনা হবে। যুদ্ধবিরতির পথ খুলে যাবে। এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এখন সময় এসেছে এটি বন্ধ করার।’
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও রাশিয়াকে অন্তত ৩০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য এক উচ্চপর্যায়ের বৈঠকের দিকেও আলোচনা এগোতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট