..
(এক)
বদ্ধ স্মৃতি
আমি হতাশা বোধ করি
যখন তোমরা উচ্ছাসিত হাসো,
তোমরা আমাকে কষ্ট দাও
যখন;তোমরা নগদে ভালোবাসো…
ভালোবাসো অন্তর থেকে…স্বভাবে
থাকবেনা কভুও…ভালবাসার অভাবে,
আত্মা ক্ষয় করে লাভ ক্ষতি ভেবোনা-
ভাবলে…আত্মায় প্রশান্তি পাবেনা!
(দুই)
আবহ কথা
কালের আবহে মানুষেরা
প্রকৃতির মায়ায় বাধা,
কাজের পরিসীমা পার করে
আবদ্ধ থাকে সদা…
বাস্তবতা ও স্বপ্ন নয়তো এক
সুত্রে গাঁথা ভূবনে,
মানুষ স্বপ্নকে আঁকড়ে ধরে
বাস্তবতায় বাঁচে জীবনে……
ভালমন্দ বাছবিচারনা করে
লোকে মাটির ধরায়,
আপনার স্বার্থে কৃতকর্মে
স্বকীয়তা ও শুভ্রতা হারায়।
করেনা পিছনের ভাবনা যা প্রয়োজন
এ ক্ষণকালের চরাচরে,
বোঝেনা কি ভেদাভেদ ন্যায়-নীতি
কি হিসাব-নিকাশ আপন-পরে ।
মুল্য যোগায় শেষে যা প্রয়োজন
জীবন ধারণে আবহকাল,
বোঝে ! খোঁজে মুক্ত পথও পাথেয়
যা কাম্য মহত্বে জীবনকাল……
(তথ্যসুত্র: “”আবহ কথা””
কাব্যটি কবি আকাশ-এর
যৌথকাব্যগ্রন্থ
“শরতের জোছনা”
থেকে সংগৃহীত …
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট