1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
নিষিদ্ধ কবিতা - দৈনিক খবর পদ্মা সেতু
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

নিষিদ্ধ কবিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

—শফিক নজরুল

তুমি প্রেম নিষিদ্ধ করো,
ফুল, পাখি, নদী নিষিদ্ধ করো,
আমার সাধের পাহাড় নিষিদ্ধ করো,
জামায়াত-শিবির, আওয়ামী লীগ নিষিদ্ধ করো,
নিষিদ্ধ করার জিনিস পাও না!

তুমি গান নিষিদ্ধ করো,
বাউল, কবিতা, রক্তাক্ত গিটার—
আর যদি পারো, হাওয়া নিষিদ্ধ করো!
ভালোবাসার চোখে চাওয়া,
মায়ের আঁচলের ঘ্রাণ,
নির্বাক শিশুর কান্না— সব নিষিদ্ধ করো!

আমার স্বাধীনতা নিষিদ্ধ করো,
চিন্তা, তর্ক, বিরোধিতা নিষিদ্ধ করো।
স্বপ্নে যাওয়া পথগুলো বন্ধ করো,
মানুষের মনের দরজা বন্ধ করে দাও,
তারপর সাইনবোর্ড লাগাও—
“এখানে কেবল রাষ্ট্র অনুমোদিত মানুষ বাস করে।”

তুমি আমার কণ্ঠরোধ করো,
তবু শব্দেরা উঠে আসে মাটির ভেতর থেকে।
তুমি আমার কলম ভেঙে ফেলো,
তবু আঙুল লিখে যায় রক্ত দিয়ে।
তুমি সত্যকে শিকলে বাঁধো,
তবু সে হাঁটে, একা হাঁটে—
আলোয় নয়, অন্ধকারের বুক চিরে।

নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো যত পারো—
তবু একদিন তুমি দেখবে—
একটি নিষিদ্ধ কবিতা
প্রাসাদের দেয়ালে আগুন জ্বালায়।
আমাকে যেতে দাও;
আমার প্রেমিকা অন্য ফুল নিয়ে বসে আছে!
(ফার্মগেট,ঢাকা)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews