হাফিজুর শেখ
আজ সোমবার ২৬/৯/২২ যশোর প্রেশক্লাবের সামনে।বাংলাদেশ জাতীয় বধির সংস্থা কতৃক আয়োজিত, জাতিসংঘ ঘোষিত ও বিশ্ব বধির সংস্থার স্বীকৃত মতে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ১৯-২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বধির দিবস, উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত। জাতিসংঘ ঘোষিত ও বিশ্ব বধির সংস্থার স্বীকৃত মতে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ১৯-২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বধির সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রত্মের সপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতথি উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ব এবং সমবেত সম্মানিত সুধীবৃন্দ ও বধির তাই বোনেরা আছালামু আলাইকুম বাক অরণ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি ও ঘোষিত বিশ্ব বদির সংস্থার স্বীকৃত ২৩ জাতিক ইশারা ভাষা দি ২২ পক্ষে বাংলাদেশ জাতীয় সাহার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার।সারাবিশ্বে বৈশ্বিক নামার বিচার ঘটিয়ে নামারীর এমন পরিস্থিতিতে সরকারের বিভিন্ন নানা ধরনের নানা মজার হাজার দেয়া হাসিনাকে আর সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যব সুস্থ শরীর প্রবণ ও বাক্য কেজ ঘোষিত হয়নি। যে দেশের এর প্রতিবাদীদের মাঝে।বিশ্বের নান,মহিশাষন করে আ কর্তাদের সুযোগ।বাংলাদেশ জাতীয় বধির সংস্থা Bangladesh Nations Federation of The Deat।মাননীয় যখন অতিথি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, দেশের অতি সুবিধ শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও অর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ১৯৬৬ ইং সালে স্থ হয়ে পরবর্তীতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে। হাই স্কুলের সহ পরিসরে স্কুল স্থাপনের উদ্দেশ্যে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সেলামী মুলোর বিনিময়ে বিগত ২০০৪ সালে ঢাকা জেলার বানী বা মৌজার এ-১: ক্তি সাবেক ২০০৫ নং সালের ১.০০ (এক) একর (আংশিক) মায়া ঢাকা হাই স্কুলের নামে করে এ ২০০৫ সালে রীতিমত গীত সম্পাদনের মাধ্যমে সরে না দীর্ঘ মেয়াদী বান্দার প্রদান করেন ১৪২৬ বাংলা সন পর্যন্ত পরিশোধিত আছে। উক্ত লীজকৃত অনি পুনরায় মহামান্য রাষ্ট্রপতি বরাবরে দানপত্র দলিল ২০১৬ সালের ফেব্রুয়ারী মাস থেকে জাতীয়করণ করা হয়েছে। উত দানপত্র দলিলের সম্পত্তি যারা সম্পত্তি হওয়া স্বত্ত্বেও হন অন্যায় বেজাইন ও ক্ষমতার অপব্যবহার করে উরু সম্পতি দল করে আছেন। মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে এক যৌথ আলোচনা সভায় ঢাকা জেল ডিগ্রি মহোদয়কে স্কুলের নিকট উক্ত জায়গা দখল বুঝিয়ে দেয়ার জন্য নিে কোন পদক্ষেপ গ্রহ সংস্থা সারা দেে পরিক সারা দেশের তরুণ ও বাকপ্রতিবন
এমতাবস্থায়, মানবিক দিক বিবেচনারীর শিক্ষা, কাউর শিক্ষা সহ সার্বিক পুনর্বাসনের ভিত্তিতে তাদের জাতীয় প্রতিষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়ের সময় কামনা করছি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রশীদ রকি খান,, সাধারন সম্পাদক, রুবেল হাল্দার,সহ সভাপতি আজাদ,সহকারী সম্পাদক আল সাহারিয়ার লিটন প্রমুখ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট