এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃমার্কিন পার্লামেন্ট সদস্য,ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নারী
জনাব রাশিদা তালিব-কে উৎসর্গীত)
সালাম তোমায় হে প্রতিবাদী নারী-
তুমি তো এক দৃষ্টান্ত স্থাপনকারী,
মার্কিন সিনেটে ধরেছো তুলে দাবী-
ফিলিস্তিনের অসহায়ত্বের নির্বাক ছবি!
তুমি জো বাইডেন কে তোপের মুখে-
বুঝাতে চেয়েছো ফিলিস্তিনিরা আছে কত দুঃখে,
নারী-শিশুদের করুণ আর্তনাদ আহাজারী-
করেছে মধ্য প্রাচ্যের আকাশ বাতাশ ভারী!
তোমার সোচ্চার আন্তরিক আহ্বানে-
দিয়েছেন কথা জো বাইডেন ব্যবস্থা গ্রহনে,
আশ্বস্ত হয়েছি হবে কিছু তোমার ভুমিকায়-
তুমি যাও চালিয়ে নীতি সংযোগে উপায়!
তোমার আহ্বানে হোক একাত্ম মুসলিম মিল্লাত-
শান্তির পথ হোক বন্ধ যুদ্ধ বিরতি সংঘাত,
ইসলামের মহত্ব ও উদারতার মুল্যে মানবতা-
হোক আবারও বিশ্বে সমাদৃত শ্রেষ্ঠত্বে যথার্থতা!
তুমি এক প্রতিবাদী চেতনার তেজস্বিনী বাহক-
তুমি করেছো শক্তিতে রূপান্তরিত স্পর্শিত শোক,
শিখিয়েছে দেখিয়েছো কর্ম দক্ষতা নারীদের-
নয়তো নারীরা আজ সমাজের বুকে বোঝা ঢেড়!
তোমার তোপে আজ বিশ্ব মোড়ল ভাবুক-
বিদূরিত হোক ফিলিস্তিনের অশান্তি অসুখ,
হও তুমি সবার স্যালুটে সিক্ত অবধিক্ষন-
স্যালুট জানাই তব বীরচিত্তে হে সতীর্থ স্বজন……
(রচনাকালঃ২১শে মে’২০২১ঈশায়ী,
রাতঃ১১:৩০_১২:০০,
মহকক, কুয়াবাসী, চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট