মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
আজ (২৭ মে) মঙ্গলবার
সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
ঢাকায় রায় ঘোষণার পর আজহারুল ইসলামের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে শুকরিয়া আদায়ে দোয়ার আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলাম।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান জানান, রায়টি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই বিষয়ে আমাদের মিষ্টি বিতরণের কিছু নেই। তবে মনের মধ্যে আনন্দ আছে। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেইসাথে বদরগঞ্জ উপজেলার ১২ নম্বর রেল গুমটি সংলগ্ন জামায়াতে ইসলামের পার্টি অফিসে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মেনহাজুল ইসলাম জানান, একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা বদরগঞ্জবাসীও আজকের এই রায়ে ভীষণ খুশি।
এদিকে পূর্বঘোষিত তারিখ হওয়ায় সকাল থেকেই টেলিভিশনসহ গণমাধ্যমের সামনে বসেছিল এটিএম আজহারুল ইসলামের কর্মী সমর্থক ও বদরগঞ্জবাসী। এরপরেই রায় ঘোষণার পরপরেই এটিএম আজহারুল ইসলামের জন্মভিটা বদরগঞ্জবাসীর উচ্ছ্বাস দেখা গেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট