মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে ড. ইউনূসকে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অব অনার।
বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতার আওতায় জাপান বাংলাদেশকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।
এই সহায়তার মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার থাকবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন নীতি ঋণ হিসেবে। এছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। উচ্চশিক্ষার জন্য বৃত্তি খাতে অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে।
এ সফরের অংশ হিসেবে আজ ড. ইউনূস জাপানের ব্যবসায়ী প্রতিনিধি সংগঠন জেটরোর সঙ্গে বৈঠকে বসবেন। এতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও জাপানি বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় ড. ইউনূসকে জাপানের খ্যাতনামা শোকা ইউনিভার্সিটি থেকে ‘প্রধান অনারারি ডক্টরেট’ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া তিনি টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করবেন।
এর আগে গত ১৫ মে ঢাকা-টোকিওর মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ড. ইউনূসের জাপান সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনায় রাখা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে দেশটির সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।
চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট