মোঃ তপু শেখ
প্রতিনিধি গোপালগঞ্জ
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ
হেডকোয়ার্টার্সে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। পরবর্তীতে সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এর আগামী ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণের নিমিত্ত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এ সময় সমগ্র বাংলাদেশের পুলিশ সুপারদের মধ্য থেকে ২ জন সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে অনুভূতি প্রকাশ করার সুযোগ দেয়া হয়। গোপালগঞ্জ জেলার সুযোগ্য ও দক্ষ পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় এই বিরল সুযোগ অর্জন করে জেলা পুলিশ গোপালগঞ্জকে সম্মানিত করেছেন। পুলিশ সুপার মহোদয়ের সাবলীল ও বস্তুনিষ্ঠ বক্তব্য একেধারে যেমন ছিল প্রাণবন্ত অন্যদিকে তেমনি ছিল আবেগঘন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শেষাংশে সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করেন এবং স্যার ও স্যারের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট