এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ প্রিয়দর্শিনী সুহাসিনী সুকেশিনী সুনন্দিনী
লার্নেড আআক্তার🤍কে হৃদয়ের অতল গহীন থেকে শুভেচ্ছা ও শুভ কামনাসহ উৎসর্গীত)
🤍
🤍
দিগন্ত জোড়া আকাশ তোমার আঁচলে লুকিয়ে আছে-
আমি বিস্তৃত বুকে তোমার আঁচলে আছঢ়ে পড়ি সদা,
তোমার শুভ্র চিবুকের প্রশস্ততায় এ হৃদয় রোজ নাচে-
হয়তো কখনো বাস্তবে নয়তো ভাবনার রাজ্যে একদা!
তোমার যাচিত উপলদ্ধি, চর্চিত বাকপটুতা দীপ্তিময়-
বিমোহিত হয়ে রুদ্ধ হয়ে যাই তোমার সুদীপ্ত চেতনায়,
করে যে আবেগে দংশনে-দংশনে নীলাভ বিষক্রিয়ায়-
যৌবনের উদীপ্ত তারুণ্য নির্ভর সময়টুকু প্রলুদ্ধে ক্ষয়!
এ হৃদয়ের চিত্ত সীমায় বিচরণ যার সময়ে অসময়ে-
শুভ্র হোক প্রিয় দর্শিনীর পদচিহ্নে এ হৃদয়ের আঙ্গিনা,
সেই তো আমার চিত্তের প্রতিবেশী আমার দুঃখ জয়ে-
বাস্তবে হয়নি ছোঁয়া কাব্যিক দর্শনে প্রেমে সুরে বীণা!
তোমার বাচনে মুগ্ধ মন দিশাহীন বোধ করে সারাক্ষণ-
তব আঁখিতে লিপিবদ্ধ দেখেছি জীবনের সোনালী পথ,
হয়নি যদিও ঘটা করে আলাপ চারিতায় প্রসন্ন এ মন-
কাব্যকুঞ্জে নায়িকা হয়ে থেকো অনাদিকালের শফথ।
প্রেমকাব্যে বিছিয়েছো আঁচল করছি তাতে সম্পাদন-
ফিকে যাওয়া স্বপ্ন প্রত্যাশা দিলাম তোমার হাতে তুলে,
একমুঠো কাব্য কথা প্রেমে বিশ্বাস করছি তাতে সমর্পন-
জীবনের গতিধারায় জীবন ধন্য হোক তোমার আঁচলে…
( তারিখঃ উনত্রিশে মে ২০২৫ ঈশায়ী,বৃহস্পতিবার,রাত পৌনে দশটা, মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট