এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
★সুত্রঃ প্রিয় দর্শিনী আমার প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত★
তুমি ছিলে শৈশব চেতনার অংশীদার,
ছিলে তুমি অঙ্গের শোভা চলা-বলার বাহার,
তুমি ছিলে মেঠোপথে ছায়া সঙ্গী সদা,
একি পথের পথিক রুপে দিবস-রজনী বাধা।
স্বত্ত্বায়-প্রমত্তায় বিষাদে-হরষে ছিলে তুমি সাথী,
ঊঞ্চতায়-আদ্রতায় কামনা-বাসনায় ছিলে শুভ তিথি,
তুমি ছিলে চলা-বলার স্বাধীনতা আমার,
রেখেছো কি আমায় ঠাঁই দিয়ে মনে তোমার?
স্বপ্ন সাধ-আহ্লাদ উচ্ছাস তোমাকেই ঘিরে,
রেখেছো কি আপন করে তোমার অন্তরে!
শ্বাস-প্রশ্বাস দৃঢ় বিশ্বাস তুমি আছো আমার
তোমার কি পড়েনা মনে আমায় বারংবার।
তুমি ছিলে-আছো; থাকবেও আমার তুমি,
তোমার জন্য রেখেছি ভালবাসা হৃদয় বেলাভুমি,
তুমি হয়তো রাখোনি জায়গা হৃদ মন্দিরে,
এ জন্যই তো পাইনা তোমায় খুজে পেতে চাই ফিরে……
(তাং ০৯-০৫-২০১৪ ইং মহকক*১২:১৫-১২:৩০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট