মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো- মো: শুকুর আলী (৫০), মো: আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), মো: মোবারক (৪২) ও সুমন (২৭)।
বুধবার ১১ জুন ২০২৫ দয়াগঞ্জ এলাকায় গ্রেফতারকৃত মো: শুকুর আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি খোলা স্টোর রুম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তথ্য পাওয়া যায় দয়াগঞ্জে একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শুকুর আলী, আরিফ, মোবারক ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ছয় লক্ষ ৭৫ হাজার), ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার), আট হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩১ হাজার টাকা) ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট