টাকাবিহীন পুরুষের কোন সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে উঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ- আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয়না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়। আসলেই তাদের কোন সৌন্দর্য নেই।
আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়। স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে। আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেইসবুকের নিউজফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি!
টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোন
মূল্য নেই। এরা সবসময়ই অবহেলিত হয়। কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট