মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
গত ১৩ জুন থেকে ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানে ইরানে প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ সংস্থা ‘নূর’ জানিয়েছে, এখন পর্যন্ত এই সংঘাতে অন্তত ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। এটি চলমান সহিংসতা শুরুর পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া প্রথম বড়সড় প্রাণহানির পরিসংখ্যান।
এর আগে গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, নিহতের সংখ্যা ২২৪। তবে মানবাধিকার পর্যবেক্ষণকারী গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) শুক্রবার দাবি করেছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬৫৭ জন ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, চলমান সংঘাতে তাদের দেশে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ২ হাজার ৫১৭ জন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল টানাপড়েনের মধ্যে এই সংঘর্ষ নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়েছে। দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি ও পরিসংখ্যান উঠে আসছে, যা নিরপেক্ষ যাচাইয়ের অভাবে অনেক সময় প্রশ্নের মুখেও পড়ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট