মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি :
ঢাকার একটি বিশেষ আদালত সম্প্রতি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই নির্দেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে জারি করা হয়।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন:
*তানায়েম জামান চৌধুরী
*সাদাকাত জামান
*জেবা জামান
রবিবার (২২ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি সমন্বিত টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা।
বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তদন্তে প্রতিবন্ধকতা এড়াতে এবং তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে আদালত এই আদেশ প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট