এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সূত্রঃ নাজমুন্নাহার আকলিমা সুজনেষু,
পাবনা সদর-কে উৎসর্গীত)
ঈশ্বরদী’র মেয়েরা বেশি সুন্দরী পাবনা জেলায়, চলন-বলন চাহনিতে সুপুরুষের মন ভোলায়, করতে পারে নিমেষেই আপন, দৃষ্টিতে ভালবাসার, পথ কভুও হবেনা শেষ যে প্রেমে প্রত্যাশার।
রাঙা ঠোঁটে মিষ্টি হাসি কাছে টেনে, আপন করে নেয় সহজেই প্রেম ধ্যানে, দীঘল কেশে যাদুভরা প্রেমিক চোখে, মিষ্টি কথায় ভালবাসা রাঙা ঠোঁটে ভরা থাকে।
সাজসজ্জায় করে আকৃষ্ট মন জয় করে ভালবেসে, থাকতে পারেনা কেউ যে তাদের পাশে না বসে, যখনি পাশে বসে ভালবাসার কথা হয় শুরু, পাল তুলে মন পবনের নৌকা চলে দুরু দুরু।
হতভম্ব ভাব ঝেড়ে বিনয়ে সামনা-সামনি বসে, কেড়ে নেয় প্রেমিকের মন মিষ্টি প্রেমে মুচকি হেসে, থাকেনা উপলক্ষ; প্রেমিক পুরুষ হয় নিরুপায়, ভেবে ভেবে পায়না শেষে খুঁজে বিকল্প কোন উপায়।
ধরা দেয় প্রেমিক; ভালবেসে যায় দিন রাত না ভেবে, ভালবাসায় ঘুণ ধরেনা; কভুও ভ্রমেও বিরূপ স্বভাবে, ভালবাসা ভালবেসে পরিনয়ে গড়ায় শেষে বাস্তবে, এই ভালবাসা হয় যেন সকলের প্রেমে সাধনায় অনুভবে…
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট