এ কে খান :
“প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্য ও “প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়” স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা গোকুলে অবস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস আলিম মাদ্রাসা মাঠে বুধবার এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে টিএমএসএস আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলার জন্য নিয়মিত এমন কর্মসূচির আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এরপর শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আলীম মাদ্রাসার সকল শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট