স্টাফ রিপোর্ট
আর জে নুরনবী ইসলাম রাজ
জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মানবতার কাজে এগিয়ে যাবো একই সাথে। এই স্লোগানকে সামনে রেখে
জাগ্রত যুব সমাজ সেচ্ছাসেবী সংগঠনের
১তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে একশ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ- নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জলিল ইসলাম।
উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিশাদ ইসলাম সহ-সভাপতি সোহাগ রানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দত্ত সাধারণ সম্পাদক রায়হান কবি হৃদয় এবং সংগঠনের বাকি সকল সদস্য।
ও সাংবাদিক সহ সকল উক্ত সংগঠনের দায়িত্বরত সদস্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান অভি বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরাস তাদের বক্তব্যে বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট