মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকার বসিলা বাসস্ট্যান্ডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা-এর স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সশস্ত্র দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালায় বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সকাল ৭টায় অফিসে যাওয়ার উদ্দেশে তিনি বসিলার বাসা থেকে বের হন। ৪০ ফিট সড়কের বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পেছন থেকে হঠাৎ দুইজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। চোখের পলকে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। শুধু তাই নয়, ছিনতাইয়ের সময় হামলাকারীরা তাকে শারীরিকভাবেও আঘাত করে।
আহত অবস্থায় নূরে আলম সিদ্দিকী সরাসরি মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করছেন থানার এসআই আক্কেল আলী।
এ বিষয়ে এসআই আক্কেল আলী বলেন, “আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকের ওপর এমন সশস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মীরা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট