মো: নাঈম উপজেলা প্রতিনিধি
নড়াইল, ৪ জুলাই ২০২৫:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচির আয়োজক ছিলেন কলেজ ছাত্রদল নেতা মোঃ হামিম শেখ। তিনি জানান, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রসমাজকে সম্পৃক্ত করতে চাই।”
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট