মোঃফিহাদ সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহানাজ বেগম (৪০) নামের এক মেডিকেল ফামাসিস্ট নিহিত হয়েছে। এ ঘটনায় স্বামী আল আমিন সরকার রিজু আহত হয়।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় গাইবান্ধা সাদুল্লাপুর সডকের ফোরকানিয়া বাজার নামে স্থানে এই ঘটনা ঘটে। শাহানাজ বেগম সাদুল্লাপুর বনগ্রাম উইনিয়নে মন্দুয়ার গ্রামের আল আমিন সরকার রিজুর স্ত্রী ও সদর হাসপাতালে মেডিকেল ফামাসিস্ট পদে কমরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিল সুমন মিয়া।স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান ওই সময় শাহানাজ বেগম তার স্বামীর সাথে মোটরসাইকেল যোগে সাদুল্লাপুর থেকে তার গাইবান্ধা শহরের থানাপাড়ার বাসায় দিকে ফিরছিলেন। এই সময় ফোরকানির বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনা স্থানে তার মৃত্যু হয়।আহত স্বামী আম আমিন সরকার রিজু সাদুল্লাপুর বল্হমুখী পাইলট মতেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষাক।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট