মোঃ তপু শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য ও দক্ষ পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। সভায় উপস্থিত বিভিন্ন পুলিশ সদস্যের উত্থাপিত নানাবিধ সমস্যার কথা পুলিশ সুপার মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে তা দ্রুততম সময়ে বিধিসম্মতভাবে সমাধানের পদক্ষেপ গ্রহণে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিগত সময়ের উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়া সমাধানে কী কী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা উপস্থিত সকলের নিকট তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পুলিশ লাইন্স, গোপালগঞ্জ এর পক্ষ হতে এ সময় সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ানকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি জেলা পুলিশে নব্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মোহাইমিনুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। কিট প্যারেডে সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের প্রাপ্ততা অনুযায়ী কিট সরবরাহ যাচাই-বাছাই করেন এবং সকল পুলিশ সদস্যকে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট