শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাহমুদকাটী সার্বজনীন পুজা মন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মহা ষষ্ঠীতে মাহমুদ কাটি সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বাবু রনজিত দে’ র সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি যোগদান করেন খুলনা- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সমিরন দে, সাধারণ সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস প্রমুখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন অনির্বাণের সহ সভাপতি বাবু বাসুদেব রায়। উল্লেখ্য বিগত বছরের ন্যায় এবারও অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্টা ও দাতা সদস্য পার্থ সারথি রায় ,দাতা সদস্য ডা: সৌমিত্র সরকার ও পূজা উদযাপন কমিটির আর্থিক সহযোগিতায় বস্ত্র গুলি বিতরণ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট