মোঃ তপু শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আজ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
করেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত সম্মানিত ও মান্যবর আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম পিপিএম মহোদয়। দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সম্মানিত আইজিপি মহোদয়।এরপর নবনিযুক্ত সম্মানিত আইজিপি মহোদয় এর সহধর্মিণী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সম্মানিত সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহিদের আত্মার মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।এরপর মান্যবর আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম মহোদয় এবং পুনাক সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক-পৃথকভাবে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।এ সময় বাংলাদেশ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এরপূর্বে টুঙ্গিপাড়ায় সম্মানিত আইজিপি মহোদয় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা রেঞ্জের সম্মানিত ও মান্যবর ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয় এবং গোপালগঞ্জ জেলার সুযোগ্য ও দক্ষ পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। এছাড়াও সম্মানিত সভানেত্রী পুনাক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয় এবং সম্মানিত ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের সুযোগ্য সহধর্মিণী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সম্মানিত নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম পিপিএম মহোদয় পুলিশ অফিসার্স মেস, গোপালগঞ্জে পৌঁছলে তাকে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব মিজানুর রহমান এর নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট