বরগুনা জেলা প্রতিনিধি
শত্রুতায় প্রাণ হারালো অর্ধ শতাধিক গাছ
বরগুনার তালতলীতে রাতের আঁধারে গাছের সাথে শত্রুতা বসত প্রায় অর্ধশত গাছ উপড়ে ফেলেছে। জমির মালিক আনসার সদস্য মাসুম বিল্লাহ বলেন জমি-জমা নিয়ে আমার সাথে শত্রুতা থাকায় গাছের সাথে এমন কান্ড ঘটেছে ।উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকায় এঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা গেছে, ২০০৬/৭ এ ১ একর সম্পত্তি সরকার থেকে বন্দোবস্ত পায় আনসার ভিডিপি সদস্য মাসুম বিল্লাহ্ (৫৫)। এছাড়াও ৯০ সাল থেকে এ জমির ভোগ দখলে রয়েছেন তিনি। ২০১৭ সালে চোথান মাতুব্বর ওই জমিতে একটি আদালত মামলা দায়ের করেন। এরপরই মজিদ মৃধার ছেলে জামাল ( ৪০) এবং ওই এলাকার সোবহান পোনচাইতের ছেলে সোহরাব (৪২) এসে ওই জমিতে বাধা বিঘ্ন ঘটায়।এ বিষয়ে মাসুম বিল্লাহ বলেন, আমি একজন আনসার ভিডিবির সদস্য। আমি ভূমিহীন হওয়ায় সরকার আমাকে জমি বন্দোবস্ত দিয়েছেন। ১৯৯০ সাল থেকে এ জমি আমার ভোগ দখলে আছে। অন্যায় ভাবে জমি দখল দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু লোক। জমি দখল দিতে না পারায় রাতের আঁধারে জামাল মৃধা ও সোহরাব পোনচাইত এসে আমার জমির রোপনকৃত গাছ উঠিয়ে ফেলেছে।এবিষয়ে জামাল মৃধাকে একাধিকবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি।অন্যদিকে সোহরাব পোনচাইত ক্যামেরায় কথা বলতে নারাজ।তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি কিংবা আমরা শুনিনি যদি অভিযোগ আসে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট