পূজামণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, আহত ৬০
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ভদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জনের ও বেশি। স্থানীয় সময় রবিবার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ভদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাবের আয়োজিত পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিলো, তখন এই ঘটনা ঘটে।
এছাড়া ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে মোট ৬০ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এছাড়া দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়। সূত্র: এনডিটিভি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট