বাচ্চা কী আকাশ ফেটে বের হয়েছে।
শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছেড়ে চলে যাক। মুসলমান হিসেবে একজন চারটি বিয়ে করতে পারে। বিয়ে করছে তাতে কিছু যায় আসে না। শুনলাম শাকিব ৩টা বিয়ে করেছে। আমি মনে করি তিনজনকেই স্বীকৃতি দেয়া উচিত। এগুলো নিয়ে আর বিতর্ক না ছড়ানোই ভালো। কারণ ফিল্মের মানুষদের নিয়ে কথা বেশি হয়। আমি শাকিবকে বলব এটি নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি বলতে ছাড়াছাড়ি যেন না হয়। যে যেখানেই থাকে না কেন, যেন সুন্দরভাবে সব কিছু টিকিয়ে রাখে।’শাকিব খানের তিন স্ত্রীর মধ্যে একমাত্র অপু বিশ্বাসকে চেনেন বলে জানান ডিপজল। আরেকজন হলেন বুবলি। তবে এ তৃতীয় স্ত্রী কে এই প্রশ্ন করা হলে ডিপজল বলেন, ‘এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি শাকিবের প্রথম স্ত্রী এমন কথা অনেক বছর ধরে শুনে আসছি। একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়া ঠিক হবে না। ডিএনএ পরীক্ষা করলেই পেয়ে যাবে কার বাচ্চা। সব মেনে নিলে এই মেয়েটা দোষ করল কী? বাচ্চা কী আকাশ ফেটে বের হয়েছে? আমি মনে করি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তিনজনকেই সেটআপ করে দিক। তার পর শাকিব চলুক তার মতো করে।এছাড়াও ডিপজল বলেন, তিনজনকে ফ্ল্যাট দিয়ে সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়ে ভালো পরিবেশ বজায় রাখুক। যদি এসব না করে শাকিব তাহলে এই দেশ থেকে চলে যাক’। : ডিপজল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট