ফরিদপুর ডি.সি অফিসে চাকরি করে ক্ষমতার অপব্যবহার নিজ নামে অতিরিক্ত জমি নামজারির অভিযোগ।ফরিপুর শহরতলীর পূর্ব রামকান্তপুর মোস্তফাডাঙ্গি জাহাঙ্গির তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ জমির মালিক রমিজ উদ্দিন পরামানিকগং অভিযোগ সূত্রে জানা যায়, খতিয়ান নং —৩১৪ মৌজা : পূর্ব রাম কান্ত পুর , বি এস দাগ নং— ২২১,২১৯, ২২২ সর্বমোট জমির পরিমান ৬২ শতাংশ । উল্লেখ্য, উক্ত ৬২ শতাংশ জমি জয়নাল পরামানিকের নামে রেকর্ড ভুক্ত হয় তার মৃত্যুর পরে তিন ছেলে ও চার মেয়ে যার নাম ১। মো: রমিজ উদ্দিন পরামানিক, ২। মো: তোতা পরামানিক ,৩। মৃত আবুল হাসেম পরামানিক, । ৪। মমতা বেগম, ৫। মিরু বেগম, ৬। ফিরুজা বেগম ৭। ফরিদা খাতুন । ওয়ারিশ সূত্রে উক্ত ৬২ শতাংশের মালিক হয়। উক্ত জমির মধ্যে রমিজ উদ্দিন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন ১২.৪০, এক (১) বোনের অংশ ক্রয় করে ৬.২০ মোট ১৮.৬০ শতাংশের প্রাপ্ত হয়ে দীর্ঘ বছর ভোগ দখল করে আসিতেছেন। উক্ত দাগ থেকে জাহাঙ্গির তালুকদার , পিতা: ইকরাম তালুকদার, ৪৩.৪০ শতাংশ ক্রয় করে । ৪৩.৪০ শতাংশ এর মধ্যে থেকে ৭.২০ শতাংশ রাসেল পরামানিক , পিতা: রমিজ উদ্দিন পরামানিক এর নিকট কবলা দলিল মূলে বিক্রয় করিলে বাকী (৪৩.৪০—৭.২০)= ৩৬.২০ এর মালিক থাকেন জাহাঙ্গির তালুকদার, তবে দুঃখজনক হলেও সত্য যে, ৩৬.২০ শতাংশ এর নাম জারির সময় মিথ্যা তথ্য প্রদান করে এবং ক্ষমতার অপব্যবহার খাটিয়ে ৪৮.৩০ শতাংশ জমি জাহাঙ্গির তালুকদার নিজের নামে নামজারি করে নেয়। উল্লেখ্য, বর্তমানে রমিজ উদ্দিন পরামানিক নামজারি করতে গেলে দেখা যায়, অসৎ উপায়ে ১২.১০ শতাংশ জমি অতিরিক্ত জাহাঙ্গির তালুকদার নিজের নামে নামজারি করে নেয়। বর্তমানে উল্লেখিত অসৎ উপায়ে ১২.১০ শতাংশ জমি বিভিন্ন পন্থায় জোর দখল করার পায়তারা করছে । কারন ওই জাহাঙ্গির তালুকদার ফরিদপুর ডি.সি অফিসে কর্মরত আছেন বিধায় অতিরিক্ত জমি কৌশলে তার দখলে নেওয়ার জোর চেষ্টা ও প্রকৃত মালিকের চাষাবাদে বাধা প্রদান করে এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবে বলে হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক রমিজ উদ্দিন পরামানিক ন্যায় বিচার ও অপরাধিকে শাস্তি প্রদানের জন সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছেন । এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গির তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, জমির কাগজপত্র জমা দিয়েছি এটা অফিস আমাকে নামজারি করে দিয়েছে ভুল করলে তারা করেছে ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট