যশোরের চুড়ামকাঠিতে কুকুরের মতো মুখ নিয়ে এক গরুর বাছুরের জন্ম হয়েছে। যশোরের সদর উপজেলার চুড়ামনকাটিতে কুকুরের মতো মুখ নিয়ে গরুর বাছুরের জন্ম হয়েছে।বৃহস্পতিবার চুড়ামনকাটির খিতিবদিয়া গ্রামে অবিশ্বাস্য এই বাছুরটির জন্ম হয়। তবে, বাছুরটি জন্মের দুইদিন পর শনিবার মারা গেছে বলে জানিয়েছেন গরুর মালিক রহিমা বেগম।এ ঘটনাটি জানাজানি হওয়ার পর বাছুরটিকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। এদিকে এমন বাছুরের জম্ম দেয়ার ঘটনায় গরুর মালিক ভয়ে গরুটি বিত্রিু করে দিয়েছে।গরুটির মালিক জানিয়েছেন, তার গাভীটি গর্ভবতী হওয়ার পরও নির্ধারিত সময় পার হয়ে গেলেও বাছুর না হওয়ায় তিনি স্থানীয় এক পশু চিকিৎসকের পরামর্শে যশোর শহর থেকে একজন পশু চিকিৎসক নিয়ে বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা শুরু করেন। পরে অনেক চেষ্টার পর চিকিৎসকরা বাচ্চা ডেলিভারি করান। বাচ্চাটি ডেলিভারির পর গরুর মালিকসহ চিকিৎসকরা হতবাক হন। বাছুরটি পিছনের দিক পুরো গরুর আকৃতি হলেও মুখটি কুকুরের মতো।বাড়ির মালিক হাবিবুর রহমান বলেন, বাছুরটি বৃহস্পতিবার জম্ম নেয়ার পর শনিবার মারা যায়। ভয়ে আমি আমার গাভীটি বিত্রিু করে দিয়েছি।এ ব্যাপারে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সরকারী এ আই টেকনিশিয়ান (পশু চিকিৎসক) মাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি লোকমুখে শুনেছি কুকুরের মতো মুখ নিয়ে গরুর বাছুর জন্মের দুইদিন পর মারা গেছে।তিনি বলেন, বিজ্ঞানের ভাষা এটাকে প্রতিবন্ধী বাচ্চা বলা হয়। এমন হতেই পারে। এক্ষেত্রে ভয়ে গাভী বিত্রিু করার প্রয়োজন হয়না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট