ঝিকরগাছার বাঁকড়ায় সাংবাদিক ও তার পরিবারের উপর পরিকল্পিত ভাবে হামলা ঝিকরগাছার বাঁকড়ায় গত (৩০ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১ টার সময় মৃত নিজাম উদ্দিনের মেজ ছেলে আবু বাক্কার ছিদ্দিক (৫৫) সাংবাদিক বিল্লাল হুসাইন ও তার পরিবারের উপর পরিকল্পিত ভাবে হামলা করার অভিযোগ উঠেছে। সরেজমিনে যেয়ে ঘটনা জানতে চাইলে তার চাচারা ও প্রতিবেশী রা বলেন, সাংবাদিক বিল্লাল আমাদের ভাইপো, পূর্বশত্রুতার আক্রোশে এই হামলা করেছে, মুল ঘটনা হল ছিদ্দিক তাদের পৈত্রিক ক্রয় ও রেকড ভুক্ত জমি ভুয়া ভাবে, ভুমি অফিস ও উপর মহলে ম্যানেজ করে ৫ শতক জমি আর এস রেকর্ডে প্রিন্ট পর্সার মাধ্যমে চুড়ান্ত রেকর্ড করে নেয়। সেটা সাংবাদিক বিল্লাল জানতে পেরে আমাদের সবাইকে বলে আর সেখান থেকে ছিদ্দিকের ওর ওপর রাগ,শুধু আজ নয়, এর আগেও কোন না কোন সুচনা করে বেশ কয়েকবার তার উপর আক্রমণ করে। তার বাড়ীর পাশে কাটা দিয়ে ঘিরে রেখেছে। ছিদ্দিক চায় শুধু তার সুবিধা হবে আর আমাদের যা হয় হোক।সে আরও চায় আমাদের জমির উপর দিয়ে গায়ের জোরে তার কেনা জমিতে রাস্তা নিতে,কিন্ত আমাদের জমি দিয়ে তার কেনা জমির রাস্তা কেন দেব? আমরা যে রাস্তা পাব সেও তার বাড়ির জন্য রাস্তা পাবে,তাই বলে কেনা জমির রাস্তা আমরা দেব কেন? তারা আরও বলেন, আমরা বাকি শরিক ছিদ্দিকের নামে কোর্টে রেকড সংশোদনের জন্য (এল এস টি) মামলা করেছি,তাহাতে আরও রাগ। এখন সে যে জমি ভুয়া ভাবে রেকড করে নিছে সে জমি দখল নেওয়ার পায়তারা করে চলেছে। আমরা জমা জমি সম্পর্কে কোন রকম বুঝিনা। বিল্লাল এখন একটু আধটু বোঝে তাই ওর ওপর রাগ। ছিদ্দিক সব সময় মানুষের ঘাড়ের উপর যায় ও ঝামেলা হলেই দা,শাবল,নিয়ে মারতে আসে, এই দিন সে সাংবাদিক বিল্লাল হুসাইন সহ এক এক করে তার পরিবারের সকলের উপর( প্রথমে বিল্লালের বাড়ী পরে ছিদ্দিকের বাড়ীর সামনে) পরিকল্পিত ভাবে হামলা করে। ও জামা কাপড় ছিড়ে ফেলে চরিত্র হরনের চেষ্টা করে, এবং গলায় থাকা এক ভরি চেন ও কানের একটা স্বর্নের রিং ও মিতার কানের একটা স্বর্নের রিং ছিনিয়ে নিয়ে চলে যায়। সে আমাদেরও ছিদ্দিকের সম্পর্কে বৌমা তার মান অপমানের অনেক ধরনের অকত্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বিল্লাল মাঠ থেকে আসার পথে ছিদ্দিকের বাড়ীর সামনে আসলে তার উপর তারা চারিমাপে হামলা করে, আমরা ঠিক পেয়ে যেয়ে ঠেকিয়ে দেই। এই দিন সে মারার সময় শাবল বের করে পরে দা হাতে নিয়ে গালিগালাজ করে আর বলে সাহস থাকলে সামনে আয় কুপিয়ে চাকচাক করে দেব। পালাইচিস কেন? সামনে আয়? কে কি করতে পারবি করে নিস।
ঘটনাটি এলাকায় জানলে কে কেমন, আর প্রকৃত কি ঘটনা কে দোষী নির্দোষী সেটা প্রমান পাবেন। এই বিষয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট