মো.হায়দার হাওলাদার বরগুনা জেলা প্রতিনিধি
তালতলীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
পাসের বাড়ি থেকে সাপ তাড়াতে গিয়ে সাপের কামড়ে জাকির হোসেন (৩৫) নামক এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকায় এঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওই ব্যাক্তির জানাজা শেষে নিজ বাড়ীতে দাফন করা হবে।
সরেজমিন গিয়ে জানা গেছে, সাপ নিয়ে দীর্ঘ সাধনার পরে সাপের মন্তর শেখে জাকির হোসেন। সাপের মন্তর শেখার পরে একবার সাপ ধরতে গিয়ে তিনি সাপের আক্রমণের শিকার হন তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেয়ার কারণে প্রাণে বেঁচে যান। গতকাল রাত ১১ টার দিকে পাসের বাড়ির আল-আমিন এসে জাকির হোসেনকে খবর দেয় বাড়ির সামনে আস্রায়ন প্রকল্পের একটি ঘরে বিষধর সাপ ঢুকেছে। জাকির হোসেন তার বড় ছেলে আরিফ (১২) কে সাথে নিয়ে সাপ ধরার জন্য যায়। ঘরের ভিতর থাকা সাপকে জাকির হোসেন ধরে ফেলে। এরই ফাকে বিষধর সাপ জাকিরকে সোবল দেয়। বিষয়টি জাকির আমলে না নিয়ে ওই সাপ নদীতে ছেরে দেয় এবং বাসায় ফিরে আসে। পরবর্তি শরীর বিষাক্ত হয়ে গেলে বিভিন্ন যায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। পরক্ষণে তাঁকে চিকিৎসার জন্য আমতলী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্ত্যাব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট