হাফিজুর শেখ যশোর
যশোরে ` বন্ধন`নামে ক্ষুদ্র ব্যববসায়ী সমবায় সমিতি ও পরিচালক বাদশা শেখের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্নীতি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
যশোরে ` বন্ধন`নামে একটি ক্ষুদ্র ব্যববসায়ী সমবায় সমিতি ও পরিচালকের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্নীতি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬/১০/২২ বেলা ১২ টার সময় যশোর প্রেশক্লাবে` বন্ধন ` ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্নীতি অনিয়ম ও অন্যায় ভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ মেহেদী হাসান জিলু, পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সং-খড়কী, থানা কোতয়ালী, জেলা-যশোর। তিনি বলেন যে, যশোর সদর থানার ৬নং ওয়ার্ডের আওতাধীন রেল ষ্টেশন সুইপার পট্রির উত্তর পার্শ্বে “বন্ধন” ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামক একটি প্রতিষ্ঠান আছে। যাহা সমবায় অধিদপ্তর হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত ১৭-০২-২০১৬ ইং তারিখে রেজিস্ট্রি নং-১৮-জে। যার পরিচালক রেল ষ্টেশন বাজারের মুদি দোকানের কর্মচারী বাদশা শেখ, পিতা-মৃত ইসমাইল শেখ, সাং-কচুড়িয়া, পোঃ আড়ো ঢেঁকি, থানা মোল্যারহাট, জেলা-বাগেরহাট। উক্ত বাদশা শেখ রেল রাজার সংলগ্ন সুইপার পট্টির উত্তর পাশে খুবচি গলির মধ্যে দুই রুম বিশিষ্ট বাড়ী ভাড়া লইয়া পরিবার সহ বসবাস করেন এবং বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস হিসাবে ব্যবহার করেন । যাহা সমবায় নীতির মধ্য নহে। আমি উক্ত প্রতিষ্ঠানের সদস্য হইয়া ৬,৫০০/- (ছয়) হাজার পাঁচশত) টাকা সঞ্চয় জমা করিয়া ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ঋণ উত্তোলন করি । যাহার সুদ ২০% অর্থাৎ ১০,০০০/- (দশ হাজার) টাকা সর্বমোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা। প্রতিদিন কিস্তি হিসাবে ৯০ দিনে পরিশোধের শর্ত থাকে। উক্ত ঋণের বিপরীতে আমার নামীয় অলিখিত ২টি চেকের পাতা তাহাকে প্রদান করি। আমি ঋন উত্তোলনের পরদিন হইতে কিস্তির টাকা নিয়মিত জমা প্রদান করিতে থাকি। একপর্যায়ে ২০২০ ইং সালে মহামারী করোনা ভাইরাস এর কারণে সরকার সাধারণ ছুটি ঘোষনা করিলে কিস্তি পরিশোধে বিলম্ব হইলে বাদশা শেখ আমার বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। আমি ইং ২৬/১১/২০২০ ইং তারিখে উক্ত লিগ্যাল নোটিশের জবাব প্রদান করি। তারপরও সে আমার প্রদানকৃত ৩৯৫২৭০৫, ৩১৯৫২৭০৬ নং চেকের পাতায় নিজের হাতে তারিখ ও টাকার অংক বসাইয়া ডিসঅনার করেন। আমি তাহার লিগ্যাল নোটিশের জবাব প্রদান করার পর বিগত ২৪/১২/২০২০ ইং তারিখে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা পাওনাদার হিসাবে আমার বিরুদ্ধে এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় একটি নামলা করেন। যার নং-সি আর-১৮২৭/২০। যাহা আমি আইনি ভাবে মোকাবেলা করিতেছি এবং চলমান। কিন্তু মুদি কর্মচারী বাদশা জালিয়াতীর স্বভাব সুলভ ও লোভের বশবর্তী হইয়া আমার প্রদানকৃত ২য় (৩৯৫২৭০৬) ন চেকটিতে পূর্বের ন্যায় নিজেই তারিখ ও টাকার অংক ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা লিখিয়া গত ২৮/০৮/২০১২ ইং তারিখে আমার বরাবর আরও একটি লিগ্যাল নোটিশ পাঠান।উক্ত নোটিশ পড়িয়া আমি আশ্চর্য, বিস্মিত ও হতবিহব্বল হইয়া পড়ি। কারণ আমি তাহার প্রতিষ্ঠান “বন্ধন” হতে ঋণ উত্তোলন করেছি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং সুদসহ ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ মোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকার মধ্যে আমি সাপ্তাহিক ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা হারে ১৬টি কিস্তি জমা প্রদান করিয়াছি। বাদশা শেষের নিকট আমি দীর্ঘদিন যাবত আমার নামীয় কিস্তি জমা বহি দেখিতে চাহিলে সে আজ না কাল বলিয়া বিভিন্ন তালবাহানা করিতে থাকে। বাদশা শেষ লোভের বশবর্তী হইয়া ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার স্থলে ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা লিখিয়া চরম দূর্ণীতি ও জালিয়াতীর মত দৃষ্টান্ত দেখাইয়াছে। বাদশা শেখ দীর্ঘদিন যাবত চেক জালিয়াতী, কিস্তির সংখ্যা কমানো, সঞ্চয় জমার টাকা ফেরত না দেবার তালবাহানা সহ নানা অপকর্ম করিয়া আসিতেছে। সে খড়কী রেলষ্টেশন, পুলের হাট, চাঁচড়া সহ বিভিন্ন স্থানের সদস্যদের নামে মিথ্যা মামলা করিয়া সর্বশান্ত করিতেছে। তারমধ্যে উল্লেখ যোগ্য ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী বাবু, গাজীর বাজারের মুদি ব্যবসায়ী, আনোয়ার, জিয়ারুল, সোহেল, ইমন, সেলিম, পুলেরহাট আকীজ তেল পাম্পের পাশে এক মহিলার ৬ শতক জমিও দখল করে নিয়েছে। এভাবে সে মুদি দোকানের কর্মচারী হতে সমিতির মালিক হয়ে কোটিপতি বনে গেছে। তার এই সকল অনৈতিক কর্মকান্ডের সহযোগীতায় আছে সমবায় অফিসের দূর্ণীতিবাজ কর্মকর্তা ও একজন আইনজীবী। আমি বিগত ইং ২৮/০৯/2022 তারিখ উক্ত অফিসে যাইয়া আমার নামীয় লেজার বহি কিস্তির পাশ বহি সহ ঋণ উত্তোলন। সংক্রান্ত কাগজপত্র দেখিতে চাহিলে বাদশা শেখ কোন কাগজপত্র দেখাইতে রাজী হয় নাই।আমি কাগজপত্র চাহিলে বলেন সমবায় অফিসে আমার নামীয় বই। আমি পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের মাধ্যমে উর্দ্ধতন কর্মকর্তার নিকট উক্ত “বন্ধন”সমবায় সমিতির সনদ বাতিলসহ মুদি দোকানের কর্মচারী বাদশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। গ্রহণের জোর দাবী জানাচ্ছি। সেই সাথে যাদের টাকা ও জমি নিয়েছে তাদের সেগুলো যাতে ফেরত পায় তার জন্য অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাসান বাবু, মাসুম খান, ইসতিহাক হোসেন রুমি৷ প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট