মো. হায়দার হাওলাদার বরগুনা জেলা প্রতিনিধি
প্রবারণা উৎসব ঘিরে আদিবাসী পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।বরগুনার তালতলী রাখাইন পল্লীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রবারণা উৎসব। এ উৎসব ঘিরে আদিবাসী পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। আর রাতের আকাশে উড়াছে শত রংয়ের ফানুস।
আজ রবিবার (০৯ অক্টোবর) সকালে থেকে তালতলী পাড়া, ছাতন পাড়া, নামিশে পাড়াসহ ভিভিন্ন গ্রামের বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনের এ উৎসবের সুরু হয়।আত্মশুদ্ধি বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে শুরু হলো বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উৎসবকে ঘিরে বিভিন্ন বৌদ্ধবিহারগুলো সাজানো হয়েছে নতুন সাজে। তিন মাস বর্ষাব্রত শেষে কার্তিকের পূর্ণিমার তিথিতে প্রবরণা উৎসব পালন করেন।
এ সময় বৌদ্ধবিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। আর রাতে আকাশে ওড়ানো হয় নানা রঙের ফানুস।তালতলী রাখাইন সম্প্রদায়ের নেতা মি. মন খেলা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপজেলার ১৩ টি রাখাইন পাড়ার এ উৎসব একযোগে পালন করেছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বছর প্রবারণা উৎসব ঘিরে প্রশাসনে করা নজরদারি রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট