জন্মদিনের অনুষ্ঠানে নাচতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিল্পি।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক নৃত্যশিল্পীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁয়ের চৌত্রাপাশা এলাকার রুহুল আমিন জানা গেছে, বুধবার রাতে ওই ইউনিয়নের ভরগাঁও এলাকার এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ভুক্তভোগী তরুণী নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে নয়াপুর বাজার এলাকায় ফেরার পথে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ওই সাতজন। এদিকে বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট