আগামী ১৩ জানুয়ারী থেকে ১৫ তারিখ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ পর্যন্ত বিশ্ব ইজতেমা
আগামী বছরে দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম ধাপে এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে গেল দুই বছর ইজতেমা হয়নি। এবার সংক্রমণ কমে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে ইজতেমার আয়োজন করতে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগের দুই মুরব্বি মাওলানা যোবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফূল ইসলাম। তারা আগে একসঙ্গে তাবলিগ করতেন। এখন তারা আলাদা আলাদাভাবে করেন। ইজতেমার আয়োজনে মতবিরোধ ছিলো, এখনো আছে। মতবিরোধ নিরসনে দুইভাবে তাদের ইজতেমা করতে বলেছিলাম, তারা তা-ই করেছিলেন। এবারও সেভাবে হবে।তিনি বলেন, দুই গ্রুপকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ইজতেমা যাতে সুন্দরভাবে সুসম্পন্ন করেন, সেই অনুরোধ রেখেছি। তাদের বলেছিলাম, একত্র হয়ে সিদ্ধান্ত দিতে। কে আগে করবেন, কে পরে করবেন। অথবা একসঙ্গে করতে পারবেন কি-না, তাও জানাতে বলেছিলাম। তারা একসঙ্গে ইজতেমা করতে একমত হতে পারেননি। এমনকি কে আগে করবেন, কে পরে করবেন, তা নিয়েও তাদের ঐকমত্য ছিলো না। সিদ্ধান্তের ভার আমাদের ওপর দিয়েছিলেন। তখন বলেছি, তাহলে কোনো কিছুই আমরা পরিবর্তন করব না। আগেরবার যেভাবে হয়েছে, এবারও তেমন হবে। তারা তা মেনে নিয়েছেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে, প্রথম ইজতেমা করবেন যোবায়েরপন্থিরা-আগামী ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি। আর দ্বিতীয় দফায় করবেন ওয়াসিফপন্থিরা। তারা ইজতেমা করবেন ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি। প্রথম পক্ষ ইজতেমা শেষে মাঠ প্রশাসনকে বুঝিয়ে দেবেন। প্রশাসন বলতে পুলিশ, জেলাপ্রশাসক ও স্থানীয় মেয়র। এরপর যে সময় থাকবে, তখন দ্বিতীয় পক্ষ মাঠ তৈরি করে ইজতেমার আয়োজন করবেন।হজের ক্ষেত্রে সৌদি আরব যেমন বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারণ করে দেয়, ইজতেমায় তেমন কিছু করা হবে কি-না; জানতে চাইলে তিনি বলেন, বিদেশিদের আসার জন্য তারা আমাদের একটি তালিকা দেন। এসব মেহমানদের ভিসাও আলাদা করে দেয়া হয়। তাবলীগের জন্য বিশেষ ভিসা দেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে ইজতেমায় আসতে হবে। তারা মাস্ক পরবেন। টিকা নেয়া ছাড়া কেউ আসতে পারবেন না। তাবলীগের মুরব্বিদের কাছে অনুরোধ করেছি, তারা যেন অংশগ্রহণের সংখ্যাটা কমিয়ে আনেন।
প্রতি বছর সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। কিন্তু বিশ্ব লণ্ডভণ্ড করে দেয়া করোনা মহামারির কারণে গেল দুই বছর ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট