মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান। পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্থানে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সতীশের পোল সংলগ্ন এলাকায় বলগেট/বাল্কহেড ড্রেজার দিয়ে প্রবাহমান খাল বর্ণি বাওরমুখী পাঁচুড়িয়া খালের অংশ ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০১ জনকে ০১ এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০-দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০১ এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট