রাজাবাড়ী ইউয়নিয়নে আওয়ামী যুবলীগ সভাপতি প্রার্থী ইউসুফ আলী শেখ সুনাম নষ্ট করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানী। মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইউসুফ আলী শেখ। তিনি রাজাবাড়ী ইউয়নিয়ন এর একজন সুনাম ধন্য ব্যবসায়ী। কিছু অসাধু চক্র ইউসুফ আলী শেখ এর সুনাম নষ্ট করার জন্য তার পিছনে উঠে পরে লেগেছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হেয়পন্ন করার চেষ্টা চলছে। এ বিষয়ে হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে রেহয়া পেতে ঢাকা রেন্জের ডিআইজি মহাদয়ের নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযো বিষয়টি জানা যায়যে মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ এর নামে গত ১৭/০৭/২০১৯ইং তারিখে এক কোটি টাকা জামানত দিয়ে ডার্ড কম্পোজিট লিঃ এর নামে ওয়েস্টজ মালামাল ক্রয় করেন ইউসুফ আলী শেখ। ডার্ড কম্পোজিট ১ ও ২ এবং সকল প্রকার ওয়েস্টজ মালামাল বিক্রি জন্য জনাব ইউসুফ আলী শেখ প্রধান ক্রয় দাতা হিসাবে নির্ধারণ করেন। কিন্তু গত কয়েকটা বছর ধরে। ডার্ড গ্রুপে মালিকের অনুমদন নিয়ে। ডার্ড গ্রূপে অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে উক্ত ওয়েস্টেজ মালামাল তৃতীয় ব্যক্তির কাছে নিজেদের স্বার্থ হাসিল এর জন্য বিক্রি করেন।
মালিকপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার আলোচনা করেও কোন সমাধান পাওয়া যায়নি।বিগত।৩/৭/২০২২ তারিখে মালামাল ভিউ বাবদ ২৪ লক্ষ একশত টাকা প্রদান করেন ইউসুফ আলী শেখ। পরবর্তীতে ৪/০৭/২০২২ ইং তারিখে কোম্পানি কৃর্তক তার মালামাল থেকে ৬ ট্রাক গাড়ি মালামাল বের করা হয়েছে।ঐদিন এ.কে. এম মোখলেছুর রহমান কালাম এর নিকট আমার মালামাল এর লিষ্ট অনুযায়ী ১ নং ওয়েস্টজ হো- ফেব্রিক্স অন্যথা বিক্রি করে দেয় তারা। বিষয়টি যেনে মোখলেছুর রহমান সাথে কথা বলতে গেলে অস্বাভাবিক আচরণ করে। পরে শ্রীপুরে থানায় ইউসুফ আলীকে ১ নং আসামি করে ৫কোটি টাকার চাঁদাবাজি মামলা অভিযোগ দায়ের করেন। মামলা নং ৮(৭) ২২ রজু করা হয় ধারা ১৪৩/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাম কোড-১৮৬০ এর ২৪ দিনের বিতরে মামলার চার্জশিট দাখিল করে। বিভিন্ন সময় একের পর এক মিথ্যা জিডি করে।বিভিন্ন ভাবে হয়রানী হয়েছেন। এ বিষয়ে ইউসুফ আলী শেখ সাংবাদিকদের জানান। ওয়েস্টজ বাবদ টিফিন বিল বাবদ ১ কোটি ৪৫ লাখ টাকার মত বকেয়া থাকার পরও আমার অনুমদন কৃত ওয়েস্টজ মালামাল অন্য যায়গাতে বিক্রি করছে। কোম্পানিতে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এক কাজ গুলো হচ্ছে। আমি এবং আমার পরিবার নানা ভাবে বিভিন্ন মামলা দিয়ে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার করে যারা প্রকৃত ষড়যন্ত্র কারী তাদের সঠিক তদন্ত করে সঠিক বিচার দাবী করছি প্রশাসন কাছে আশা ব্যক্ত করে ইউসুফ আলী শেখ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট