মোঃ রাশেদ মিয়া ভ্রাম্যমাণ প্রতিনিধি রংপুর
মিঠাপুকুরে সামাজিক কবরস্থানের জমি দখলের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আহত।রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৩ নং-পায়রাবন্দ ইউনিয়নের শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন জয়রামপুর আনোয়ার মৌজায়”সামাজিক কবরস্থানের জমি দখল করে অর্থ বানিজ্য”এমন একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন, দৈনিক সময়ের আলোর মিঠাপুকুর প্রতিনিধি আমিরুল কবির সুজন ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রুবেল হোসাইন সংগ্রাম। তথ্য সংগ্রহকালে হামলাকারীরা সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে ক্যামেরা এবং ল্যাপটপ ছিনিয়ে নেয়। গুরুতর আহত সাংবাদিক আমিরুল কবির সুজন,মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, জয়রামপুর আনোয়ার মৌজায় ২২৭ নং-দাগে ২৭ শতাংশ জায়গা জয়রামপুর আনোয়ার সামাজিক কবরস্থানের নামে রেকর্ড এবং তফসিলভূক্ত হয়। পূর্বে ঐ গ্রামের কেউ মারা গেলে উল্লেখিত জায়গায় তাদের কবরস্থ করা হতো। কিন্তু সেখানে বেশ কয়কজন ব্যক্তিকে দাফন কার্য সম্পূর্ণ হওয়ার পর, ভূমিদস্যুরা কবরস্থানটি দখল নিতে মরিয়া হয়ে উঠে। ভূমিদস্যু এবং স্হানীয় টাউটরা কবরস্থানের পূরা জায়গাটি দখল নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ৫০০০০ টাকা করে চাঁদা নিয়ে রাতারাতি সেসব জায়গায় ঘর তুলে দেয়। এতে কবরস্থানটি দখল হয়ে যায়, এবং কবরস্থানটি ফিরে পেতে দীর্ঘদিন থেকে এলাকাবাসীসহ সুশীল সমাজ, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার , সহকারী কমিশনার (ভূমি)সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করে আসছিলেন।১৬ অক্টোবর রবিবার প্রকৃত ঘটনার বিষয়ে জানতে সংবাদকর্মী আমিরুল কবির সুজন ঘটনাস্থলে পৌছা মাত্রই বদু নামে এক ব্যক্তি সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করেন এবং জালাল নামে এক যুবকসহ অজ্ঞাত ৩/৪ জন তার ক্যামেরা এবং ল্যাপটপ ছিনিয়ে নিতে গেলে আমিরুল কবির সুজন,বাধা প্রদান করলে তাকে মারধর করে ক্যামেরা এবং ল্যাপটপ ছিনিয়ে নেন। খবর পেয়ে স্হানীয় সংবাদকর্মীরা গিয়ে আমিরুল কবির সুজনকে উব্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় আমিরুল কবির সুজনকে উব্ধার করতে গিয়ে দৈনিক আমার সংবাদের মিঠাপুকুর প্রতিনিধি রুবেল হোসাইন (সংগ্রাম) আহত হন।সাংবাদিক আমিরুল কবির সুজনের উপর হামলার খবর পেয়ে স্হানীয় সংবাদকর্মীরা হাসপাতালে ছুটে যান,এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়।
থানায় অভিযোগ দায়েরের পরপরই মিঠাপুকুর/পিরগন্জ থানার দায়িত্বরত, এএসপি ডি সার্কেল কামরুজ্জামানের নির্দেশে মিঠাপুকুর থানা পুলিশ আমিরুল কবির সুজনকে দেখতে হাসপাতালে যান,এবং তার খোঁজখবর নেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট