ফরিদপুর প্রতিনিধিঃ
৮৫ ভোট বেশি পেয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হলেন শাহাদাত হোসেন,
অনেক জল্পনা কল্পনার অবসান কাটিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে গত ১৪ ই সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্বশরীরে এসে জেলা প্রশাসক অতুল সরকার ও নিবার্চন কমিশনের হাতে নমিনেশন জমা দিয়েছিলেন সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন । এই নমিনেশন জমা কালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে ফরিদপুরের —৪ আসনের এমপি নিক্সন সমর্থিত প্রায় পাঁচ শতাধিক মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্যে করা যায়। চেয়ারম্যান প্রার্থী মো: শাহাদাত হোসেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি এমপি নিক্সন চৌধুরীর প্রার্থী, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি আমাকে প্রার্থী করেছেন। দু’দুবার নিবার্চন হয়েছে কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই পরিপেক্ষিতে আমি এইবার প্রার্থী হয়েছি মানুষের ভোটাধিকার নিশ্চিত করায় আমার প্রধান দায়িত্ব । আমি যদি বেচেঁ থাকি তাহলে অবশ্যই নিবার্চনে প্রতিদ্বন্দিতা করবই। পৃথিবীর কোন শক্তিই আমাকে রুখতে পারবে না বলে উপস্থিত মিডিয়ার সামনে একথা ব্যক্ত করেছিলেন তিনি। আজ ১৭ ই অক্টোবর কালের স্বাক্ষী হয়ে আনন্দ উদ্দিপনার সাথে ভোটাররা নির্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। সূত্রে জানা যায়, শাহাদাৎ হোসেন ছাত্র রাজনীতি ও তৃর্ণমূল মানুষের ভালবাসা পেয়ে ভাঙ্গা উপজেলা নিবার্চনে জয়লাভ করে এছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতা হিসাবে যুব সমাজের মাঝে ইতি মধ্যে ব্যাপক প্রশংসার দাবিদার হয়েছেন। এরই ফলশ্রম্নতিতে শাহাদাত হোসেন ব্যাপক ভোটের ব্যবধানে জেলা পরিষদের প্রশাসক হিসাবে জনগনের রায় পেয়েছে, এমনটি মনে করছেন সকল শ্রেনী পেশার মানুষ । ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ শাহাদাত হোসেন চশমা প্রতীক নিয়ে ৬২৫ ভোট পায় এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: ফারুক হোসেন আনারস প্রতিক নিয়ে ৫৪০ ভোট পায়। মোঃ শাহাদাত হোসেন ৮৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও মো: নুর ইসলাম সিকদার ৮ ভোট পেয়েছেন, জেলা পরিষদের নিবার্চনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সকল উপজেলার চত্তর । স্বচ্ছ এবং নিরপক্ষ একটি নিবার্চন উপহার দেওয়ায় জেলা প্রশাসক ,পুলিশ সুপার , কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম. এ জলিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন ফরিদপুরবাসি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট