যশোরের অভয়নগরে মুখের সামনে ‘ডেভিলস ব্রেথ’ (শয়তানের শ্বাস) ধরার পর সোনার গয়না খুলে দেন ২ নারী।ভয়াবহ মাদক স্কোপোলামিন, অপরাধ জগতে যার নাম ডেভিলস ব্রেথ (শয়তানের শ্বাস)। সেই মাদক টার্গেট করা নারী বা পুরুষের শ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’ করে তাদের সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র।বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে যশোরের অভয়নগরে এমনই একটি চক্রের খপ্পরে পড়ে আনুমানিক দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার খুইয়েছেন দুই নারী। এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর) বিকালে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ভুক্তভোগী দুই নারী হলেন- উপজেলার সরখোলা গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী রুকাইয়া রিশা ও খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আব্দুল মান্নান মোড়লের স্ত্রী কাকলী খাতুন। সম্পর্কে রুকাইয়া রিশা কাকলী খাতুনের ননদ।কাকলী খাতুন বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা শ্বশুরবাড়ি থেকে অভয়নগরে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি ও আমার ননদ ফুলতলা বাজারে অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছাই। সেখান থেকে অভয়নগরের নওয়াপাড়াগামী একটি অটোরিকশায় উঠি। এ সময় বোরকা পরা এক নারীও আমাদের পাশে বসেন। এরপর ওই নারী আমাদের সঙ্গে বিভিন্ন ধরণের কথা বলতে শুরু করেন। নওয়াপাড়ার কাছাকাছি পৌঁছালে তিনি আমাদের মুখের সামনে একটি কাপড় নাড়িয়ে কথা বলা বন্ধ করেন। এরপর থেকে আমরা ওই নারীর কথায় চলতে শুরু করি।’তিনি আরও বলেন, ‘দুপুর ১২টার দিকে নওয়াপাড়া নূরবাগে পৌঁছালে ওই নারী আমাদের একটি ভ্যানে উঠতে বলেন। আমার মনে আছে ওই সময় ভ্যানচালককে সরখোলা গ্রামে আমার বাবার বাড়ির ঠিকানা বলেছিলাম। পরে নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন রেলগেট থেকে ওই নারীর এক সহযোগী ভ্যানে ওঠেন। বুইকারা স্কুলের কাছে ফাঁকা স্থানে পৌঁছালে তারা আমাদের গলায়, কানের ও হাত থাকা স্বর্ণগুলো খুলে দিতে বলেন। আমরা দুজন তখন স্বর্ণালঙ্কারগুলো খুলে ওই নারীর হাতে দিয়েছিলাম। এরপর তারা সরখোলার একটি রাস্তায় আমাদের নামিয়ে দিয়ে চলে যায়। খুলে দেওয়া স্বর্ণালঙ্কারের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।’রুকাইয়া রিশার স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুপুর ২টার দিকে খবর পেয়ে তাদের বাড়ি নিয়ে এলে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাতে তাদের ঘুম ভাঙলে সবকিছু জানতে পারি। এ নিয়ে শুক্রবার বিকালে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘এ ধরনের মাদক সম্পর্কে আমার কিছুই জানা নেই। অভিযোগ খতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট