চুয়াডাঙ্গা ২৪ বছরের তরুণীর সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন।গত ১৯/১০/২০২২ ইং তারিখে রোজ বুধবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে, চুয়াডাঙ্গা জেলার, আলমডাঙ্গা উপজেলার, আলমডাঙ্গা পৌরসভাধীন, ক্যানেলপাড়া গোবিন্দপুরের সুপ্রীতি দত্ত তমা নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করেন।নিচে তার ইসলাম ধর্ম গ্রহনের এ্যাফিডেভিটের সকল তথ্য দেওয়া হলোঃনামঃ সুপ্রীতি দত্ত তমা, পিতাঃ শ্যামল দত্ত, মাতাঃ বন্ধনা দত্ত, সাংঃ ক্যানেলপাড়া গোবিন্দপুর, পোস্টঃ আলমডাঙ্গা, থানাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা, বয়স ২৪ বছর, জাতীয় পরিচয়পত্র নম্বরঃ 375 409 5333 পেশাঃ ছাত্রী (পুরাতন) ধর্ম- হিন্দু (সনাতন), বর্তমান ধর্ম- ইসলাম, জাতীয়তাঃ বাংলাদেশী।আপনাকে একজন বিজ্ঞ নোটারী পাবলিক জানিয়া এবং আপনার কার্যালয়ে হাজির হইয়া প্রতিজ্ঞা পূর্বক প্রকাশ ও ঘোষণা করিতেছি যে, আমি একজন সাবালক এবং আমার ভাল-মন্দ বুঝিবার ক্ষমতা আছে। আমি জন্ম সূত্রে হিন্দু ধর্মালম্বি ছিলাম। আমি বেশ কিছুদিন পূর্বে হইতে ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাসী হইয়া এবং ইসলাম ধর্মের রীতি-নীতি মান্য করিয়া এহকাল এবং পরকালের মঙ্গলের চিন্তা করিয়া হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। অতঃপর উক্ত সিদ্ধান্ত মোতাবেক আমি স্থানীয় আলেমের নিকট যাইয়া ইসলাম ধর্ম মতে ওজু-গোসল সম্পূর্ণ করিয়া ও পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ” উচ্চারণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। অদ্য হইতে আমি একজন ইসলাম ধর্মালম্বী। তাই আমার বর্তমান নাম হইবে ত্বহিরা তাসনিম আয়াত। এই বিষয়ে কেহ কোন প্রকার দ্বিমত পোষণ করিলে বা আপত্তি করিলে তাহা অত্র এ্যাফিডেভিট বলে বাতিল নামঞ্জুর বলিয়া গন্য হইবে। ইহা আমার ঘোষণা।উপরে উল্লেখিত বিবরল আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অত্র সত্যতায় শুদ্ধ স্বীকারে, নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম।
পূর্বের নামঃ সুপ্রীতি দত্ত তমা।
বর্তমান নামঃ ত্বহিরা তাসন আয়াত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট